বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ম্যাজিক জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মহিসিরি খাল থেকে একটি অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল বণিক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ও মৎস্য কর্মকর্তা নির্মল বণিকের উপস্থিতিতে ম্যাজিক জাল আগুনে পুড়ানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল বণিক বলেন, একটি গোপন সূত্রে জানতে পারি বালাগঞ্জ সদর ইউনিয়নের মহিসিরি খালে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পরে আমরা ম্যাজিক জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।