শ্রীমঙ্গলে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি


নিজস্ব প্রতিনিধি : শ্রীমঙ্গলের পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬টি কাপড়ের দোকান পুড়ে ভস্মি ভূত হয়েছে।  

শনিবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শহরের পোস্ট অফিস রোডের পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় মার্কেটের ৩৬ টি কাপড়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। 

প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন - আগুনে দোকানের গরম কাপড়, দোকানসহ সর্বস্ব পুড়ে গেছে। শ্রীমঙ্গল পৌরসভা নিয়ন্ত্রিত হকার্স মার্কেটের দায়িত্বে থাকা পৌর কাউন্সিলর আজাদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্স এর সাব অফিসার মো.আবু তাহের মিয়া বলেন, ভোর ৪ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। সেখানে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও মৌলভীবাজার এর ১ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এখানে প্রায় ৩৬ টি দোকান পুড়ে গেছে।

ঠিক কি কারনে আগুনের সুত্রপাত হয়েছে সেটা তদন্ত করছি বলে তিনি জানান।

এ ঘটনায় সকালেই অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মো. মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরির্শন করেছেন।