Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2022-10-18T20:13:41Z
মুক্তমত

আমি বালিশের নিচে রসুন রেখে ঘুমাই : সামিল হোসেন

বিজ্ঞাপন

সামিল হোসেন : বালিশের নিচে কেউ রাখে পিস্তল কেউবা আবার রাখে তাবিজ। তবে আমি রাখি রসুন। কেননা রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর খাবারে রসুন দিলে স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। মাংস হোক বা সাধারণ তরকারি, সামান্য রসুনেই হয় বাজিমাত।

তবে স্বাদের পাশাপাশি, স্বাস্থ্যের পক্ষেও যে রসুনের জুড়ি মেলা ভার তা অনেকেরই জানা। কিন্তু আপনি কি জানেন রসুন না খেয়েও, শুধু বালিশের তলায় এক কোয়া রসুন রাখলেও মেলে উপকার।

আর সেই উপকারিতা সামান্য ফল আমিও পাই, সম্প্রতি আমার ঘুম কম হওয়ায় গুগলে বিভিন্ন আর্টিকেল পড়ার সময় হঠাৎই চোখে পড়ে এক সর্বভারতীয় হেলথ ওয়েবসাইটের প্রতিবেদন, সেখানে বলা হয়েছে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমোলে হতাশা দূর হয়। নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মনও ভাল থাকে। ( সূত্র : এবেলা )

আপনিও যদি আমার মত অনিদ্রায় ভুগে থাকেন তাহলে এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন। এমনকি বাতের ব্যথা থেকে দূরে থাকতেও বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমাতে পারেন তাহলে ফলও পেতে পারেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ