About Us
আমাদের সম্পর্কে
গোলাপগঞ্জ উপজেলার প্রথম অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল জি ভয়েস টোয়েন্টিফোর। ২০১৯ সালের ৩ মে এই অনলাইন নিউজ পোর্টাল যাত্রা শুরু করে। 'আওয়াজ এবার উঠবে' স্লোগান নিয়ে জি ভয়েস টোয়েন্টিফোর সিলেট বিভাগের অধিকাংশ উপজেলায় সাংবাদিক ও প্রতিনিধি নিয়ে সিলেটের আনাচ-কানাচের খবর তুলে ধরছে প্রতিদিন।
জি ভয়েস টোয়েন্টিফোর এর সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক এবং কর্মী। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাঁদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা। বর্তমানে জি ভয়েস টোয়েন্টিফোর এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন সামিল হোসেন।
About Us
G Voice24 is the first multimedia online news portal in Golapganj Upazila of Sylhet. This online news portal started its journey on May 3, 2019. Samil Hossain is currently the editor and publisher of this online news portal.
.