অনেক সময় রাতে ঘুমানোর পর আমাদের গলা শুকিয়ে আসে। দীর্ঘদিন এমনটা হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ শারীরিক সমস্যা থাকলে ঘন ঘন পানির পিপাসা লাগতে পারে।
১। মূলত জেরোস্টোমিয়া নামের রোগের কারণে মুখে লালা কমে যায়। তখন ঘন ঘন পানি পিপাসা লাগে।
২। যাদের অ্যাজমার সমস্যা থাকে তারা নাকের বদলে অনেক সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেন। ঘুমোনোর সময়ও হা করে থাকেন। এতে মুখের লালা শুকিয়ে যায় এবং ঘন ঘন পানি পিপাসা লাগে।
৩। ডায়াবেটিস রোগীদেরও ঘন ঘন পানি পিপাসা লাগে। বিশেষজ্ঞরা বলছেন, রাতে গলা শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ ডায়াবেটিস।
৪। উচ্চ রক্তচাপের সমস্যা হলেও ঘন ঘন পানি পিপাসা লাগতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অতিরিক্ত ঘামেন। ফলে সহজেই গলা শুকিয়ে যায়।
৫। যারা ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদেরও এই সমস্যা হতে পারে। জার্নাল অব ডেন্টাল রিসার্চের পরীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদের মধ্যে শতকরা ৩৯ শতাংশ মানুষের মুখের লালা উৎপাদন কমে যায়। তখন ঘন ঘন পানি পিপাসা পায়।
৬। পেটের সমস্যা বা পানিশূন্যতা হলেও গলা শুকিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রাতে ঘন ঘন গলা শুকানোর সমস্যা হলে কিছু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা দরকার। যেমন-
১। ধূমপান থেকে বিরত থাকুন
২। অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তাও ত্যাগ করতে হবে।
৩। বেশি অ্যালকোহল পানে এই সমস্যা দেখা যায়। এ কারণে অ্যালকোহল পান বন্ধ করুন।
৪। শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
সূত্র : এই সময়
- প্রচ্ছদ
- সিলেট
- __গোলাপগঞ্জ
- __বিয়ানীবাজার
- __কোম্পানীগঞ্জ
- _জকিগঞ্জ
- _ফেঞ্চুগঞ্জ
- _বালাগঞ্জ
- _কানাইঘাট
- _গোয়াইনঘাট
- _বিশ্বনাথ
- _জৈন্তাপুর
- _ওসমানীনগর
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- সুনামগঞ্জ
- আন্তর্জাতিক
- সারাদেশ
- রাজনীতি
- সাহিত্য
- মুক্তমত
- লাইফস্টাইল
- বিনোদন
- খেলাধুলা
- আরও দেখুন
- _জানা-অজানা
- _তথ্য প্রযুক্তি
- _ধর্ম ও জীবন
- _বিশেষ সংখ্যা