Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৯ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-19T06:22:16Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে পশুর হাটেও ঘুরছেন করোনা আক্রান্ত রোগীরা, আতঙ্ক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গত কয়েকদিন থেকে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন ৫-১০ জন করে রোগী আক্রান্ত হচ্ছেন। যাদের বেশির ভাগ পুরুষ। আর এদের অনেকেই করোনা আক্রান্ত হওয়া সত্বেও বাইরে ঘুরাফেরা করছেন। এমনকি উপজেলার বিভিন্ন পশুর হাটেও ঘুরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করছেন করোনা আক্রান্ত রোগীর আশ-পাশের লোকজন। করোনা আক্রান্ত রোগীদের অযথা বাইরে, পশুর হাটে ঘুরাফেরার কারণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

আক্রান্ত রোগীদের আশ-পাশের লোকজনের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের বাড়িতে রেড জোন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, উপজেলায় গতকাল ১১ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। সুস্থ হয়েছেন ৫২১ জন। চিকিৎসাধীন আছেন ৫২ জন। মৃত্যু বরণ করেছেন ১৬ জন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহীনুর ইসলাম শাহিন জানান, করোনা আক্রান্তদের অনেকই মানছেন না নিয়মনীতি। আক্রান্ত হওয়ার পরও তারা বাইরে, পশুর হাটে ঘুরাফেরা করছেন। এ ধরণের অভিযোগ পাওয়ায় আমরা কয়েকটি বাড়ি রেড জোন ঘোষণা করেছি। আজ সোমবারও কয়েকটি বাড়ি রেড জোন ঘোষণা করব।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ