Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-09T06:11:43Z
সিলেট

ইউপি নির্বাচন : সিলেটে কারা পাচ্ছেন নৌকা, ভাগ্য নির্ধারণ আজ

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: চলতি বছর শেষ হওয়ার আগেই ধাপে ধাপে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে সিলেট জেলার তিন উপজেলায় ১৫টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।

নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন চেয়ারম্যান হতে ইচ্ছুক দলের নেতারা। ইতোমধ্যে সিলেটের ইউনিয়নগুলোতে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী দলীয় নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে জেলা আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানিয়েছে, ১৫ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও ১১ ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। ১৫ ইউনিয়নে ৩৩ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত ৪ অক্টোবর এ তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অভিযোগ যাচাই-বাছাই করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হয়।‌

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের শিক্ষাগত যোগ্যতা আমলে নেওয়ার বিষয়টি আসে। শুক্রবার অনুষ্ঠিত মুলতবি সভায় অতীতে এসব মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে কোনো অভিযোগ এসেছিল কিনা তাও আমলে নেওয়া হয়।

জানা গেছে, কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোনো পদ-পদবী ও মনোনয়ন দেওয়া হবে না। অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সিলেট সদর উপজেলায় ৪টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি এবং বালাগঞ্জ উপজেলায় ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ৪ ইউনিয়নের বিপরীতে ১০ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

তবে, কান্দিগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন ছাড়া আর কেউ মনোনয়ন চাননি। এ কারণে তার মনোনয়ন এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। কান্দিগাঁও ছাড়া মোগলগাঁও, জালালাবাদ, হাটখোলা ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

একইদিন কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পূর্ব ইসলামপুর ইউনিয়নে একক প্রার্থী রয়েছেন। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন এ ইউনিয়নে একমাত্র নৌকার মনোনয়ন প্রত্যাশী।

এছাড়া উপজেলার তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই ইউপি এ দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চার ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ১০ জন।

বালাগঞ্জ উপজেলায় ৬ ইউনিয়নে ১২ জন মনোনয়ন প্রত্যাশী হলেও দুটি ইউনিয়নে একক প্রার্থী রয়েছেন। দেওয়ান বাজার ইউনিয়নে প্রবাসী এ মুমিন ও বোয়ালজুর ইউনিয়নে একক প্রার্থী আনহার মিয়া। বাকি চার ইউনিয়ন পূর্ব পৈলনপুর, পশ্চিম গৌরিপুর, পূর্ব গৌরিপুর ও বালাগঞ্জ ইউনিয়নে ১০ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ