Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-10T16:29:40Z
গোলাপগঞ্জ

বিজয়ের মাসেও বৃত্তহীন গোলাপগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার

বিজ্ঞাপন

ফাহিম আহমদ : চলতি বছরের ২৯ মার্চ শবেবরাতের রাতে কাল বৈশাখীর তান্ডবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের মধ্যখানের লাল বৃত্ত ভেঙে যায়। ভেঙে যাওয়ার ৮ মাসেও লাল বৃত্ত লাগেনি সেই শহিদ মিনারে। যে কারণে উপজেলার সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ একটি জায়গায় এ রকম অবহেলার কারণে উপজেলা প্রশাসনকেই দুষছেন মানুষ। প্রশাসনের লোকজনের চোখের সামনে থাকা শহিদ মিনারে কেন লাল বৃত্ত লাগানো হচ্ছে না এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে গেলে দেখা যায়, বিজয়ের মাসেও বৃত্তহীন রয়েছে শহিদ মিনার।

বিষয়টি আসলেই দুঃখজনক বলে মনে করেন উপজেলার একাধিক সচেতন নাগরিক। এ ব্যাপারে প্রশাসনের নজর রাখা উচিত বলেও মনে করেন তারা। এভাবে শহিদ মিনারের অবমাননা করা হচ্ছে।'

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান বলেন, '১০-১২ লাখ টাকা খরচ করে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, এখন আমরা ওটাতেই ফুল দেই। শহিদ মিনার ২-৩ বছর থেকে অকেজো হয়ে গেছে। মেরামত হবে না। শহিদ মিনার ভেঙে প্রশাসন স্কুল তৈরি করবে কি না তারা জানে।'

তাহলে উপজেলায় আর শহিদ মিনারের প্রয়োজন নেই, প্রশ্নের জবাবে তিনি বলেন, ' না না শহিদ মিনার বলে কথা এড়িয়ে বলেন, 'আমরা তো ফুল স্মৃতিসৌধ বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেই। গতবারও দিছি এবারও দেব।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, 'বিষয়টি নজরে নেই। আমি উপজেলা প্রকৌশলীর সাথে এ বিষয়ে কথা বলব।'

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ