Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৭ মে, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-05-07T17:39:37Z
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্হানীয় সরকার নির্বাচন : ৭ কাউন্সিলর বিয়ানীবাজারের

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের কাউন্সিল নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ানীবাজারের ছয়জন কিউন্সিলর নির্বাচিত হয়েছে। নিজ নিজ এলাকার ভোটারদের মন জয় করে প্রবাসে বিয়ানীবাজারের মুখ উজ্জ্বল করেছেন বিয়ানীবাজারের সন্তানেরা। প্রথমবারের মতো রাণীর দেশে বিয়ানীবাজারের ছয়জন কাউন্সিলর নির্বাচিত হলেন। এ সংখ্যা আরো বাড়তে পারে। 

রেডব্রীজ কাউন্সিলের ক্লেহল ওয়ার্ড থেকে লেবার পার্টি কাউন্সিরর কবির মাহমুদ। তিনি ১৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। টাওয়ার হেমলেটস এর হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে আসপায়ার পার্টি কামরুল হোসেন মুন্না। তিনি বিজয়ী হয়েছেন ১৫৯৪ ভোট পেয়ে এবং টাওয়ার হেমলেটস এর হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে আসপায়ার পার্টির শাফি আহমদ ১৯৫৪ ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান লেবার পার্টি টাওয়ার হেমলেটস্ কাউন্সিলে মাইল এন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ২৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ড থেকে লেবার পার্টি থেকে আসমা ইসলাম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ১৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি আলীনগরে এবং সাংবাদিক আহাদ চৌধুরী বাবুর সহধর্মিনী রেবেকা সুলতানা বেথনাল গ্রীণ ইস্ট ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ২১৬৬ ভোট পেয়েছেন। সাংবাদিক আহাদ চৌধুরী বাবুর গ্রামের বাড়ি বিয়ানীবাজারের দুবাগে। টাওয়ার হেমলেটস কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আহমদ কবির। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস গোলাম কবির রুমেলে ছোট ভাই। তাঁর গ্রামের বাড়ি মাথিউরা মিনারাই এলাকায়। যুক্তরাজ্যের কাউন্সিল নির্বাচনের বিজয়ীদের ফলাফলের এ তথ্য বিয়ানীবাজার নিউজ ২৪কে জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারের সন্তান মাসুদ আহমদ। 

এখনো পর্যন্ত বিভিন্ন সিটির নির্বাচনের ফলাফলের ঘোষণা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে বিয়ানীবাজারের বেশ কয়েকজন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজয়ীদের তালিকা তিনজন থেকে আরো বৃদ্ধি পেতে পারে। 

রেডব্রীজ থেকে বিজয়ী কাউন্সিলর কবির মাহমুদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায়। এছাড়া টাওয়ার হেমলেটস এর হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিরর নির্বাচিত কামরুল হোসেন মুন্নার গ্রামের বাড়ি পৌরসভার খাসাড়িপাড়ায়। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ ‘৯৫ নির্বাচনে শ্রেণি প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। টাওয়ার হেমলেটস এর হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত শাফি আহমদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ