Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-25T09:39:52Z
সাহিত্য

বয়সকালে

বিজ্ঞাপন

বয়সকালে
মাহবুবুর রহমান চৌধুরী

জীবনের প্রথম সংগ্রামের দিনগুলোকে জীবন্ত করে ভাবা
তারপর বিষন্ন মনে বাতাসে উড়ানো একরাশ কালো ধোয়াঁ।

বেদনার্থ হৃদয়ে নিংসগভাবে সারাদিন নিজের ঘরে বসে
থাকা
মোটা ফ্রেমের ছিদ্র দিয়ে বাসী পত্রিকায় চোখ বুলানো।

চেয়ারটার হাতলে রাখা পেয়ালায় মাঝে মাঝে চুমুক দেওয়া
গাড় ঘুরিয়ে মাঝে মাঝে হাক দেওয়া এই তুমি কোথায়?

অতঃপর তোমার হাত দুখানা ধরে বিছানায় এপাশ ওপাশ
করা।

বধূ দেখা আলোয়, থলে হাতে চিন্তাকিষ্ট মনে বাজারে
যাওয়া
ফিরে এসে অসংখ ভাবনায় হা-হুতাশ,
চামড়া কুচকে যাওয়া তোমার হাতের কিঞ্চিত হাত পাখার
বাতাস।

ক্ষিধে নেই বলে রাতে না খাওয়ার বাহানা
নিদ্রা নেই তবু সুখ নিদ্রার আশায় চোখ বুজেঁ পড়ে থাকা।

তারপর আরেকটি সকাল
সেই সাথে জীবনের ডায়েরী থেকে ঝরে পড়ে আরেকটি
পাতা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ