Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-11-18T19:40:11Z
সিলেট

গানে-স্লোগানে সমাবেশস্থলেই রাত পার বিএনপি নেতাকর্মীদের

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সমাবেশের জন্য লাগানো মাইকে গান বাজছে- কখনোবা 'টেক ব্যাক বাংলাদেশ', কখনো আবার 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ'। গান বাজছে সমাবেশস্থলে নেতাকর্মীদের জন্য নির্মিত ক্যাম্পগুলোতেও। কোন কোন ক্যাম্পে আবার স্লোগানে সুর তুলেছেন নেতাকর্মীরা। আর মাঠে থাকা নেতাকর্মীরা মিছিলে স্লোগানে উজ্জীবীয় রাখছেন নিজেদের।

শুক্রবার রাত ১০ সিলেট আলিয়া মাদাসা মাঠে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। শনিবার এই মাঠেই অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ।

শুক্রবারই নেতাকর্মীতে ভরে গেছে পুরো মাঠ। গানে শ্লোগানে মাঠেই রাত কাটিয়ে দেয়ার কথা জানিয়েছেন তারা।

কানাইঘাট উপজেলা বিএনপির জন্য বরাদ্ধ করা ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পে সাউন্ড বক্স লাগিয়ে গান করছেন শিল্পীরা। গানের সাথে সমবেত নেতাকর্মীরা নাচ করছেন।

এই ক্যাম্পে থাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক চৌধুরী বলেন, গানের মাধ্যমে আমরা নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছি। পুরো রাত আমরা এখানেই থাকবো।

ছাত্রদলের জন্য ক্যাম্পে গিয়ে দেখা যায় শ্লোগানে মুখর ক্যাম্প। মুহুর্মুহ শ্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মী।

এভাবে কোথা গান আর কোথাও স্লোগান চলছে মাঠ জুড়ে। চলছে রান্নার আয়োজনও। সব মিলিয়ে সমাবেশস্থলে উতসবমুখর পরিবেশ।

যেমনটি বলছিলেন জকিগঞ্জ থেকে আসা বিএনপি নেতা আব্দুল করিম। তিনি বলেন,

এখানে একটা উতসবের আমেজ বিরাজ করছে। অনেকটা ঈদের আনন্দের মতো। কেবল বিএনপি না, সাধারণ মানুষও এখানে শরিক হয়েছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ