বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : কানাইঘাটে পুলিশের রাতভর অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ আসামি আটক করা হয়েছে।
শনিবার (২২ জুলােই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আটক আসামিরা হলেন, জৈন্তাপুরের পশ্চিম জুলাই গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে বাহার উদ্দিন(৪৫) ও বশির উদ্দিন(৫০), একই গ্রামের বশির উদ্দিন এর ছেলে আবিদ(২০), বড়বন্দ (নয়ামাটি) গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে শাহাব উদ্দিন(৪৮) একই গ্রামের কানাই মিয়া।
এছাড়া ডাউকেরগুল বাখালছড়া গ্রামের মো. হাবিবুর রহমান এর ছেলে মো. ছামির উদ্দিন(২৫), মো. জামির আলীর ছেলে মো. সিফাত (২৮), আব্দুল মুছব্বির এর ছেলে সানুর (৩৫) ও সুতার গ্রামের ফারুক আহমদ এর ছেলে রাজু আহমদ (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইনস্পেক্টর শ্যামল বণিক।