Advertisement (Custom)

প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-03-07T12:37:16Z
সিলেট

ভারতীয় চোরাকারবারিদের নির্যাতনে সিলেটি যুবক নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের এক যুবক ভারত সীমান্তের ভেতরে দেশটির চোরাকারবারিদের নির্যাতনে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে হত্যা করা হয় তাঁকে, যা আজ শুক্রবার জানাজানি হয়েছে।

নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তাঁর নিহতের বিষয়টি সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, নিহত সাহেদ চোরাকারবারে জড়িত ছিল। তিনি বৃহস্পতিবার ভোররাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। সে সময় ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্ব হয় তাঁর। এক পর্যায়ে চোরাকারবারিদের উপর্যুপরি আঘাতে মৃত্যু হয় শাহেদ মিয়ার।

নিহতের মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ওই ভারতীয় খাসিয়াকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বলেন, ‘বিজিবির কাছ থেকে এরকম একটি ঘটনার খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ