Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-28T07:46:01Z
বিনোদন

করোনাভাইরাস : কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক:একদিন আগেই জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে খবর প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। সতীর্থের এমন খবর শোনার পর করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

একটু একটু করে চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের প্রায় ১শ’র অধিক দেশে। বিশ্বের বিভিন্ন জায়গায় মারা গেছে ইতোমধ্যে অনেক লোক। বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে করোনা। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

ইতালিতে ইতোমধ্যে সকল শিক্ষা- প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও ইতালিতে শুরুর দিকে দর্শকহীন মাঠে খেলা চালালেও পরবর্তিতে বন্ধ করে দেয়া হয় খেলা। তাই তো ইতালি ছেড়ে বর্তমানে পর্তুগালে রয়েছেন রোনালদো।

একদিন আগেই সতীর্থের এমন খবর শোনার পর করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর কোয়ারেন্টাইনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইল মেইল।

ডেইল মেইল বলেন, সতীর্থের এমন খবর শোনার পর বাধ্য হয়ে কোয়ারেন্টাইনে চলে গেছেন রোনালদো। দেশে ফিরে যাওয়ার পর আর ইতালিতে আসেননি তিনি। শুধু তিনিই নন, বাকি সতীর্থরাও নিজেদের মতো করে আলাদা আছেন।

ইন্টার মিলানের ম্যাচের পর ইনস্টাগ্রামে এক ছবিতে দেখা যায়, রোনালদো তার সতীর্থ রুগানির সঙ্গে জয় উদযাপন করছেন। তারা একসঙ্গে ড্রেসিংরুমে অনেকটা সময় ছিলেন। তাই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে রোনালদোরও।

ইতালিতে করোনা পরিস্থিতি এখন রীতিমত ভয়াবহ। এখন পর্যন্ত ৮২৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। সব প্রদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ