Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-09-06T21:56:04Z
গোলাপগঞ্জ

বাদেপাশার উত্তর আলমপুরের অস্তিত্ব সংকটে পড়া রাস্তাটি পরিদর্শন করলেন ইউএনও ও প্রকৌশলী

বিজ্ঞাপন


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়নে অস্তিত্ব শংকটে পড়া উত্তর আলমপুরের রাস্তাটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার  মো: মামুনুর রহমান ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। রোববার বিকেলে তাঁরা রাস্তাটি পরিদর্শনে যান।  বাদেপাশার উত্তর আলমপুরের অস্তিত্ব সংকটে পড়া রাস্তাটি পরিদর্শন করলেন ইউএনও ও প্রকৌশলীবাদেপাশার উত্তর আলমপুরের অস্তিত্ব সংকটে পড়া রাস্তাটি পরিদর্শন করলেন ইউএনও ও প্রকৌশলী

এসময় উপজেলা নির্বাহী অফিসার  মামুনুর রহমান বলেেন, উত্তর আলমপুরের এই রাস্তাটি সংস্কারের জন্য  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। রাস্তাটি 
সংস্কারে অনেক বড় প্রজেক্টের প্রয়োজন।    
এছাড়াও পানি উন্নয়নে বোর্ডের সাথেও যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।


উপজেলা প্রকৌশলী মো: মাহমুদুল হাসান বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আগেও প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু রাস্তাটি সরেজমিনে আজ এসে দেখলাম রাস্তাটি প্রায় বিলীন হওয়ার পথে। গুরুত্ব সহকারে রাস্তাটি সংস্কারের জন্য আবারো প্রস্তাব পাঠানো হবে।    
উল্লেখ,  কুশিয়ারা নদী থেকে বয়ে যাওয়া একটি খালের ভাঙ্গনে প্রায় বিলীন হওয়ার পথে  গোলাপগঞ্জের বাদেপাশা ইউপির উত্তর আলমপুরের জনগুরুত্বপূর্ণ আলমপুর-মাসুরা (খুর্শিদের খেয়াঘাট) রাস্তা। এই রাস্তা দিয়ে ১০-১২টি গ্রামের  মানুষ চলাচল করে।জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি নিয়ে গত কয়দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা প্রতিবেদন প্রকাশ করলে আজ রাস্তাটি পরিদর্শনে আসেন  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা  প্রকৌশলী।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ