Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-09-07T08:00:02Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারের ইউএনও’র নিরাপত্তা জোরদার, সশস্ত্র আনসার মোতায়েন

বিজ্ঞাপন


জি ভয়েজ২৪ ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সকল ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সোমবার সকাল ১০টার দিকে থেকে বিয়ানীবাজার ইউএনও’র সরকারি অফিস ও বাসভবনে সশস্ত্র আনসারের চারজন সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে একজন সহকারী প্লাটুন কামান্ডার ও তিন জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ইউএনও’র কার্যালয় ও বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এরপর আনসারের সংখ্যা বাড়লে কিংবা নির্দেশনা আসলে ইউএনও যখন বাইরে যাবে। তখন আনসার সদস্য তার নিরাপত্তার জন্য যাবেন। আপাতত কার্যালয় ও বাসভবনে তার নিরাপত্তায় থাকবেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম জানান, আজ সোমবার সকাল থেকে ইউএনও’র নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে চারজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আনসার সদস্যের সংখ্যা আরও বাড়ানো বলে আশা করছি।

জানা গেছে, এর আগে গত শুক্রবার সকাল থেকে ইউএনও মৌসুমী মাহবুবের নিরাপত্তায় তার কার্যালয় ও বাসভবনে ৪জন নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়। পরবর্তীতে গত শনিবার বিকালে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে তার নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েনের দাবি জানান মৌসুমী মাহবুব। ব্রিফিংকালে ইউএনও মৌসুমী মাহবুব জানান, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনা শুনার পর উদ্বিগ্ন রয়েছেন তিনি। ব্রিফিংকালে তিনি ঘোড়াঘাট উপজেলার ইউএনও’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।

সশস্ত্র আনসার ব্যাটালিয়ন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী মাহবুব জানান, আজ সোমবার সকাল থেকে চারজন আনসার সদস্যরা আমার বাসভবন ও কার্যালয়ের সামনে সার্বক্ষণিক দায়িত্ব পালন শুরু করেছেন। তারা এ বিষয়ে একটি পত্রও আমার কাছে জমা দিয়েছেন।

মৌসুমী মাহবুব বলেন, আমরা ইউএনওরা বিভিন্ন সময় বিভিন স্থানে অভিযান পরিচালনা করে থাকি। বিভিন্ন এসবের জের ধরে সংক্ষুব্ধ ব্যক্তিদের জন্য আমরা নিরাপত্তাহীনতা ভুগতে হয়। এ কারণেই প্রশাসনি কাজের বাইরে যখন আমরা সন্তানাদি ও পরিবার-পরিজন নিয়ে সরকারি বাসায় অবস্থান করি সেই সময়টায় আমরা সবচেয়ে বেশি শঙ্কায় ও উদ্বিগ্ন থাকি। এসময় তিনি তার নিরাপত্তায় আরও সশস্ত্র আনসার মোতায়েনের দাবি জানান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ