Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-12T20:02:32Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় মিলেছে : গ্রেফতার ১

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে গণপিটুনীতে নিহত সেই ডাকাতের পরিচয় মিলেছে। সে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী গ্রামের মইন উদ্দিনের ছেলে আরিফ আহমদ। রোববার রাতে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম। 

এদিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত সুহেল আহমদ (২২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রোববার বিকালে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানা যায় গ্রেফারকৃত সুহেল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

এর আগে রোববার ভোর রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০) বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এসময় ঘরে সংরক্ষিত মালামাল লুটপাট করে। ডাকাতি করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম দত্তরাইল (হুকনিয়ার মুরা) জামে মসজিদের ইমামকে জিম্মি করে তাঁর কামরায় আশ্রয় নেয়। মসজিদের ইমাম বিষয়টি কৌশলে স্থানীয় লোকজনকে অবগত করলে তারা এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। 

এসময় ডাকাতরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনি ১জন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।

এসময় ডাকাতদের ছুড়া গুলিতে স্থানীয় ৫জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ