বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : গাছ লাগানো, মসজিদ পরিষ্কারসহ কিছু শর্তে মাদক মামলার এক আসামিকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) ব্যতিক্রমী এই জামিন আদেশ দেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক।
আদালতের আদেশ অনুযায়ী একাধিক সামাজিক ও নৈতিক শর্ত পালনের অঙ্গীকারে জামিন পান ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লাল মিয়ার ছেলে ও বর্তমানে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে বসবাসকারী সাদ্দাম হোসেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, আসামিকে ৫০টি গাছ লাগিয়ে নিয়মিত তা পরিচর্যা করতে হবে। প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।
এছাড়া দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমপারার ১০টি সুরা অর্থসহ মুখস্থ করতে হবে। রাসূল (স.)-এর জীবনী পাঠ বা কেউ পাঠ করে শুনালে তা মনোযোগ দিয়ে শুনতে হবে।
নির্দে<শনায় আরও আছে- আগামী ১ বছর প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে। প্রবেশন কর্মকর্তার অনুমতি ছাড়া পেশা বা বাসস্থান পরিবর্তন করা যাবে না।মাদক সেবন, বিক্রয় বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাবে না।পরিবারের প্রতি যত্নশীল হতে হবে এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে হবে। আদালতের তলবে যথাসময়ে হাজিরা দিতে হবে।
এই জামিনের নিশ্চয়তাস্বরূপ ৫০০ টাকার একটি বন্ড সম্পাদন করে আসামির স্বাক্ষর গ্রহণ করা হয়।
মুক্তির পর প্রতিক্রিয়ায় সাদ্দাম হোসেন বলেন, “আদালতের এই রায়ে আমি খুব খুশি। খারাপ বন্ধু-বান্ধবের প্রভাবে আমি ভুল পথে গিয়েছিলাম। এখন থেকে আদালতের সব নির্দেশনা মেনে ভালো পথে চলতে চাই।”
বন্ড সম্পাদনকারী আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু জানান, ‘এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী আদেশ। শাস্তির চেয়ে সংশোধনের সুযোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।’