Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-11-14T09:49:03Z
বিশ্বনাথ

বিশ্বনাথে কেন্দ্রে নিষিদ্ধ স্মার্টফোন ব্যবহার, ৪ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক : সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যান। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি।

এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত চার শিক্ষকের হাতে স্মার্টফোন দেখতে পান তিনি। পরে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবকে নির্দেশ দেন ইউএনও। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, পরীক্ষা কেন্দ্রের হলগুলোর দায়িত্বে থাকা চার শিক্ষকের হাতে স্মার্টফোন থাকায় তাদেরকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ