Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-02-03T17:58:21Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মধ্যরাতে ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে এক ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ইনসান আলী (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার ঘোঁষগাও গ্রামের কলম মিয়ার ছেলে। পরে তার দেয়া তথ্যমতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের শওকত আলীর ছেলে লায়েক আহমদ (৪০) কে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা যায়, মামলার বাদী গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী সাহেদ টেলিকমের সত্ত্বাধিকারী সাহেদ আহমদের ভাই জাহেদ আহমদ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালালোর চেষ্টা করে তারা। সাহেদ আহমদ বাঁধা দিলে তার মুখে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের ধাওয়া করে ইনসান আলীকে আটক করেন। পরে তার দেয়া তথ্যমতে লায়েক আহমদ কে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পরে সাহেদ আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৩/০২/২০২২) দায়ের করেন। বর্তমানে ছুরিকাঘাতে আহত জাহেদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও  ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং বৃহস্পতিবার আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ