Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-10T11:34:25Z
আন্তর্জাতিক

মুনা নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের ইফতার মাহফিল সম্পন্ন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের উদ্যোগে গত শনিবার সাব চ্যাপ্টারের অস্থায়ী কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সাব চ্যাপ্টার সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সেক্রেটারি আকছার মুহাম্মদ জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশরাফ আহমদ , ইসলামি সংগীত পরিবেশন করেন আকছার জুনেদ । 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইষ্ট জোনের স্যোসাল সার্ভিসের এসিষ্ট্যান্ট ডাইরেক্টর ও দেলাওয়ার বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান , বিশেষ অতিথি ছিলেন মুনা পেনসিলভানিয়া সাউথ চ্যাপ্টারের সভাপতি বেলাল মিয়া , সাবেক সভাপতি মাহমুদুর রশীদ সেলিম । 

এছাড়াও উপস্থিত ছিলেন মুনা ওয়েষ্ট ফিলাডেলপিয়া সাব চ্যাপ্টারের সভাপতি নুমান সিদ্দিকি , আবু বকর , হাফিজুর রহমান , নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের সাবেক সভাপতি খান মুহাম্মদ শরীফ , সহ সভাপতি ফরহাদ চৌধুরী তায়েফ , সৈয়দ ময়নুল ইসলাম , বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ , নাজির আহমদ , সাহেদ হোসাইন , সৈয়দ নুমান আহমদ, মনজুর আহমদ , ইফতেখার ফাহাদ , ফজলুর রহমান , আবুল বরকত  । 

স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রাহমান ফাইন্যান্সিয়াল সার্ভিসের সিইও ও নর্থইস্ট ইসলামিক সেন্টারের সাবেক সেক্রেটারি মুশাহিদ রহমান , ট্রাষ্ট মাল্টি সার্ভিসের এমডি ও সমাজকর্মী উদ্যোক্তা  সালাম এ খান , সিলেট সদর এসোসিয়েশন পিএ'র সভাপতি জাহিদ হোসাইন , সাধারণ সম্পাদক খালেদ হোসাইন , গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়ার সাধারণ সম্পাদক হাসান আহমেদ , সাংগঠনিক সম্পাদক এহসান খান , মসজিদ ত্বাকওয়ার তারাবির ইমাম হাফেজ ইমরান আহমদ , হাফিজ আশরাফ আলী , প্রমুখ।

মুসলিম উম্মাহ'র কল্যাণ কামনা করে দোয়া মাহফিল , আগত রোজাদারদের ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ