Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-10T10:26:12Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে পুলিশের দুটি মানবিক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়ও পুলিশের দুটি মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জানা যায়, প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে। এছাড়াও জমিসহ ৪শ গৃহহহীন পরিবারকে হস্তান্তর করা হয় জমিসহ বাড়ি। 

তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ মডেল থানায়ও হেল্পডেস্ক চালু করা হয় ও উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের গৃহহীন সাহেদ মিয়ার পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তজম্মুল আলী তোতা মিয়া, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী।

এছাড়াও অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ