Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-18T12:45:25Z
সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুরের জগদিশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টা থেকে আড়াইটা পর্যন্ত আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

পরে সমাবেশ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সুরমা, তেলিয়াপাড়া ও নোয়াপাড়াসহ মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকর বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন রবীন্দ্র গৌর স্কৈরপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌর, শ্রমিক নেতা স্বরজিত পাশী, খোকন পান তাতী, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আইয়ুব খান প্রমুখ।

সমাবেশে চা শ্রমিক নেতারা বলেন, ন্যায্য দাবীতে আমরা ৫দিন যাবত লাগাতার আন্দোলন করে যাচ্ছি। মালিকপক্ষ আমাদের দাবী মানতে রাজি নয়। শ্রীমঙ্গলে ঢাকায় বারবার মিটিং করেও কোন সমাধান হয়নি। তারা ১২০ টাকা থেকে ১৪০ টাকা করার হাস্যকর মজুরী বৃদ্ধির প্রস্তাব করেছেন। তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবী মানার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা।

শ্রমিক নেতারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য, যাতায়াত ভাড়াসহ সবকিছুর মূল্য আকাশচুম্বী। তাই পূর্বের ১২০ টাকা মজুরীতে আমাদের সংসার সংসার চলেনা। তাই মজুরী অন্তত ৩০০ টাকা করার আগ পর্যন্ত চা বাগানের সকল কাজকর্ম বন্ধ থাকবে।

৫ দিন ধরে দেশের সকল চা বাগানে লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ২৪টি চা বাগানে লাগাতার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ