Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-03T16:49:11Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ইন্তেকাল হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া নিবাসী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আব্দুল মতিন মঙ্গলবার দিবাগত রাত ২.৪৫ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।(ইন্নালিল্লাহি....রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র,২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর আমনিয়া কেন্দ্রীয় শাহী ঈদগাহে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এসময় উপজেলা প্রসাশনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, বিজিবির একদল চৌকস সদস্য ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

মরহুমের জানাজায় ইমামতি করেন তার পুত্র এডভোকেট ছাদেক আহমদ সার্জন।

মরহুমের জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ শামসুল হক, সিনিয়র আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান,আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সিলেট জেলা বারের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট আব্দুল খালিক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, তারেক আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মঞ্জিল আহমদ, সেক্রেটারি আলী হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ