Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-03-06T14:29:02Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে ঐতিহ্যবাহী 'ঘোড়দৌড়' প্রতিযোগিতা অনুষ্টিত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) মাঠে দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে এলাকায় ছিল ভিন্ন রকমের উৎসবের আমেজ দেখা যায়।

দীর্ঘ দুই যুগ বন্দ থাকার পর সোমবার (৬ মার্চ) সিলেট জৈন্তাপুর উপজেলায় বিশেষ করে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন মাঠে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। সোমবার (৬ মার্চ) দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) মাঠে আনুষ্ঠিত হয়৷ 

স্থানীয় সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) গ্রামীণ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ২৬টি ঘোড়া অংশগ্রহণ করে। দিন ব্যাপী অনুষ্ঠিত ঘোড়া দৌড় শেষে প্রথম স্থান অধিকার করে দোয়েল পাখি (বারহাল), দ্বিতীয় স্থান অধিকার করে কামাল পাশা (গাছবাড়ী) ৷ পরে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী ঘোড়া মালিকদের মধ্যে টিভি ও মোবাইল তুলে দেন ৷ 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ