বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নে বসতঘর থেকে ছালেখা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তার ৪মেয়ে ও ২ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ছালেখা বেগমের বসতঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সহিত কে বা কার জড়িত এ নিয়ে তদন্ত করছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ঘটনাস্থলে পিবিআই কর্মকর্তারা তদন্ত করছেন। এবং মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।