Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-01-07T08:38:28Z
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিয়ানীবাজার

বিয়ানীবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিকের উপর হামলা

বিজ্ঞাপন
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি :  বিয়ানীবাজারে সংবাদ সংগ্রহকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই হামলার শিকার সাংবাদিক।

রোববার ( ৭ জানুয়ারি) নির্বাচন চলাকালে বিয়ানীবাজার সদরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ কালে নৌকার সমর্থকদের হামলার শিকার হলেন সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

জানা যায়, দুপুর ১ টার দিকে কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেল এস সিলেট অফিসের ষ্টাফ রিপোর্টার সন্দীপন শুভ, দৈনিক শুভ প্রতিদিনের রিপোর্টার অপু বনিক, মাল্টিমিডিয়া ইনচার্জ বাবর জোয়ার্দার, ফটো সাংবাদিক কামরুজ্জামান রুহিন এবং মোহাম্মদ সাকিব। তখন ঐ কেন্দ্রে নৌকার এজেন্টদের অতিরিক্ত আনাগোনার বিষয়ে জানতে চাইলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এর সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে মারতে আসেন তারা। তখন প্রান বাচাতে ষ্ট্রাইকিং ফোর্সের শরনাপন্ন হলে তাদের দ্রুত ব্যবস্থা গ্রহনের ফলে প্রানে রক্ষা পান ঐ সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা বলেন, নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে এইভাবে হেনস্তার শিকার হতে হবে এটি আমরা স্বপ্নেও ভাবিনি। নৌকার প্রার্থীনুরুল ইসলাম নাহিদ অত্যন্ত স্বজ্জন ব্যাক্তি হলেও তার সমর্থকদের এমন আচরন আমাদেরকে হতাশ করেছে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দেবদুলাল ধর জানান, এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ