বিজ্ঞাপন
![]() |
যুক্তরাজ্য প্রবাসী রাহেল আহমেদ। ছবি : সংগৃহীত |
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে রাহেল আহমেদ (২৯) নামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বাগরখলা গ্রামের (হেতিমগঞ্জ) মৃত মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (২ আগস্ট) সন্ধ্যায় একদল পোষাক পরিহিত পুলিশ ও স্থানীয় কিছু ছাত্রলীগের নেতাকর্মীরা এক সাথে তাদের বাড়িতে এসে প্রবাসী রাহেল আহমেদকে খুজতে থাকেন। অবশেষে তাকে না পেয়ে তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তারা।
বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, রাহেল আহমেদের মা মোছাম্মদ রাবেয়া বেগম। তিনি জানান, একদল পুলিশ ও স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা তার প্রবাসী ছেলেকে খুঁজতে এসে তাদের বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং তাদের নানান হুমকি দিয়ে চলে যায়। তারা এখন আতংকের মাঝে আছেন বলে জানান।
উল্লেখ্য, যুক্তরাজ্য অবস্থানরত রাহেল আহমেদ সিলেট মহানগর ছাত্রশিবিরের ২৮ নং ওর্য়াডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার উপর রাজনৈতিক মামলাও রয়েছে।