Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-05-14T06:58:48Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জের তিন আওয়ামী লীগ নেতা কারাগারে

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ৬ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে ৩জনের জামিন মঞ্জুর ও ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রধান করেন বিচারক শেখ আশফাকুর রহমান।

এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।

কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির।

জামিন প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, আব্দুস সামাদ জিলু, গোলাম দস্তগীর খান ছামিন।

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ছয় মামলায় ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৩জনের জামিন আবেদন মঞ্জুর করে, এবং ৩জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ