বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি-এর অভিষেক ও ঈদ পুনর্মিলন বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে প্যাটারসন শহরের অভিজাত একটি ভেন্যুতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রজুড়ে বসবাসরত প্রবাসী হাজারো বাংলাদেশি।
গত ১০ মে রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোহাম্মেদ মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক লেকচারার আদিলুল হক জোয়ারদার। এসময় নব গঠিত কার্যনির্বাহী কমিটির সব সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচিত ও অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রাইয়ান মুহিব উদ্দিন। এরপর পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।
নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রখ্যাত শিক্ষা ক্যাডার প্রফেসর আবু তাহের জাবেদ।
নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিলুল হক জোয়ারদরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব মোহাম্মদ কামাল।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ডেমোক্রেট গভর্নর প্রার্থী মিকি শেরিল, প্যাসাইক কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান জন কেরি, অ্যাসেম্বলি ম্যান আল আবদেল আজিজ, অ্যাসেম্বলি প্রার্থী অরল্যান্ডো ক্রোজ, কমিশনার মাইক রামাগলিয়া, ক্রিস্টিনা স্কেয়াটজ, প্যাটারসন সিটির মেয়র আন্ড্রে সায়েগ, কাউন্সিলম্যান শাহিন খালিক, কাউন্সিলম্যান অ্যাট লার্জ মো. ফরিদ উদ্দিন, কাউন্সিলম্যান ইব্রাহিম ওমর, মার্টিজা ডেভিলা, প্যাটারসন এডুকেশন বোর্ডের কমিশনার মোহাম্মদ রশীদ, সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ,রামিরেজ, হেক্টর নিয়েভেস, ক্নিথ রোসাডো।
উপদেষ্টা পরিষদের পক্ষে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, প্রফেসর আবু তাহের জাবেদ, আমিন উদ্দিন জোয়ারদার, ইছাক আলী, আব্দুল জলিল, ভিপি সফিক উদ্দিন, আলাউর খন্দকার, জয়নাল আবেদীন, এজিম শাহিন, বোরহান উদ্দিন বুলু।
অন্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাসুদ আহমদ, হাসনা আহমদ, আব্দুল হান্নান, জুনেদ রহমান, শায়েক হোসেন, জায়েদ আহমদ, জাবেদ আহমদ, ফয়জুল ইসলাম, সামাদ উদ্দিন খান, ইমরান হোসেন, জামাল আহমদ, জুবের আহমদ, জুবের মতিন, মোস্তাব উদ্দিন।
সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মেদ মোজাম্মেল হোসেন ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে কমিউনিটির কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান কামরুল, সিনিয়র সদস্য মন্জুর মোর্শেদ।
অনুষ্ঠানে উপদেষ্টা ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাহেদ রহমান-এর সম্পাদনায় প্রকাশিত বিশেষ ম্যাগাজিন ‘গোলাপ উদয়’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে ছিল প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং দিনটিকে স্মরণীয় করে তোলে।
এই পূর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন মিনা আবেদিন।