বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে নিষিদ্ধ রাজনৈতিক সংঘটন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রণকেলী ইয়াগুল এলাকা থেকে পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করে। সে ওই এলাকার রিয়াজ আহমেদের পুত্র।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং- ০৫, তারিখ - ৭ নভেম্বর ২০২৪ (জিআর মামলা নং-১৯৫/২৪) এর তদন্তে জাকারিয়া আহমেদ লাকির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মামলার ঘটনার ভিডিও ফোটেজ ও ছবির মাধ্যমে তাকে সনাক্ত করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।