Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ সংষ্করণ 2019-12-17T09:17:46Z
সিলেট

রাতারগুলে ৬০ লাখ টাকা ব্যয়ে হচ্ছে গণশৌচাগার!

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্টঃ  সিলেটের পর্যটনকেন্দ্র রাতারগুলো দুটি গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি শৌচাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সিলেট বিভাগে পুন:বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ দুটি গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। 

এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৪০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় জলাবন রাতারগুল, মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকা সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। 

এই প্রকল্পের আওতায় রাতারগুলের প্রবেশপথে পাঁচজনের ব্যবহার উপযোগী দুটি গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৬০ লাখ টাকা। 

এ বিষয়ে সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রকল্পটি পাস হয়েছে। তবে এখনো বরাদ্দের টাকা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ