বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বড়লেখায় বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে মহিলা ও শিশুসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে বড়লেখার রথুলি এলাকার রেলক্রসিংয়ের বাঁকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বিয়ানীবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাসটি। ভোর ৫টার দিকে বড়লেখা উপজেলার রথুলি রেলক্রসিংয়ের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা মহিল ও শিশুসহ কমপক্ষে ১৫জন যাত্রী আহত হন।
বাসের যাত্রী বিয়ানীবাজারের মাথিউরা খলাগ্রামে প্রবাসী কয়েছ আহমদ বলেন, বাসটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক পালিয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।