Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ সংষ্করণ 2019-12-20T19:30:40Z
সিলেট

ফেঞ্চুগঞ্জে কাপড়ে মুড়ানো নবজাতকের মরাদেহ উদ্ধার

বিজ্ঞাপন

জিভি২৪ ডেস্কঃ  সিলেটের ফেঞ্চুগঞ্জে ফের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়কের ফুটপাত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দেড় মাসের মধ্যে তিন নবজাতকের মরদেহ উদ্ধার করল ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এদিকে একের পর এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয়রা বলছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খুঁজে বের করা প্রয়োজন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ