বিজ্ঞাপন
সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর কোথাও মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ব্যবসা করতে দেয়া হবে না। ফুটপাত দিয়ে চলাচল করা জনগণের মৌলিক অধিকার। যারা এই অধিকারের ব্যত্যয় ঘটায় তারা সমাজের অন্তর্ভূক্ত হতে পারে না।
তিনি মঙ্গলবার সকালে নগরীর ১২ নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল ও ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র আরো বলেন, নগরীর সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখেন।
অভিযানে শেখঘাট জামে মসজিদ সহ আশপাশের এলাকার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন- খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, দৈনিক একাত্তরের সম্পাদক সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাঠোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।