বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মানবতা সেবা সংগঠনের উদ্যোগে ও লন্ডন প্রবাসী সাদেক আহমদের অর্থিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য তাকী উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান তামিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিম আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাছুম আহমদ, সাধারন সম্পাদক সেলিম হাসান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাবেদ আহমদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমদ পাপন, সদস্য রাজু আহমদ, কামরুল হাসান, নাফিস তোফায়েল, আব্দুল রউফ প্রমুখ। ক্যাম্পেইনে ৫০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হয়।