Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-02-21T19:05:06Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ভাইয়ের হামলায় ভাই-ভাতিজাসহ আহত-১০

বিজ্ঞাপন


জিভি২৪ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সৎভাই আব্দুল মান্নান ও তার সহযোগীদের হামলায় অপর ৩ ভাই, ১ বোন ও ৬ ভাতিজা-ভাতিজীসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোলাপগঞ্জ পৌর শহরের সরস্বতী কামারগাঁও গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহতরা হলেন- তিন ভাই আব্দুল মতিন (৬০), আব্দুল মালিক (৪৬), আব্দুল হামিদ (৩৫), আব্দুল মতিনের ছেলে রায়েদ আহমদ (৩০), রুহিন আহমদ (১৭), মেয়ে রুজি বেগম (৩০), চামেলি বেগম (১৯), রিমা বেগম (১৮), আব্দুল মালিকের মেয়ে মারুফা বেগম (১১) ও আব্দুল মতিনের বোন বাবার বাড়ি বেড়াতে আসা আয়শা বেগম (২০)। এদের মধ্যে রায়েদ আহমদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে গত বছরদেড়েক থেকে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে আব্দুল মতিনের ছেলে রাহিন আহমদ বাজার সেরে আসার পথে অভিযুক্ত মান্নানের ছেলে তার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় গণ্যমান্যরা ওই দিন বিকেলে বিষয়টি সমঝোতার আশ্বাস দিলে পরে আর সমঝোতা হয়নি।

এ ঘটনার জের ধরে শুক্রবার জুময়ার নামাজের পর আব্দুল মান্নান ও তার সহযোগীরা আব্দুল মতিনের অপর পুত্র রায়েদ আহমদের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের বাকি সবাই এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় আব্দুল মান্নান।

এতে ৩ ভাই, ১ বোন ও ৬ ভাতিজা-ভাতিজীসহ ১০ জন আহত হয়েছেন।

এ ব্যপারে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন- খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অপরাধি যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ