বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন "গোলাপগঞ্জ তারুণ্য'র উদ্দ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর এলাকার তাফিয়া-জাসির নুরানি পাঠশালা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাফিয়া জাসির নুরানি পাঠশালার সহকারী শিক্ষক লবিব খলিল জাসিরের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ তারুণ্য'র সভাপতি সাজন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, অরুণোদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শান্ত দাশ, সম্ভাব্য মহিলা সদস্য পদপ্রার্থী নাজমা আক্তার শেফা, তাফিয়া জাসির নুরানি পাঠশালার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সুজাত আহমদ রুমেল, টিপন আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্টুডেন্ট'স ফোরাম'র সাবেক সাধারণ সম্পাদক ডি এইচ মান্না, নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাখাল চন্দ্র দাশ, সেইভ দ্যা ন্যাচারের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু অাহমদ, গোলাপগঞ্জ তারুণ্য'র সাংগঠনিক সম্পাদক আব্দুর রব হুসেন সৌরভ, সপ্নসিড়ি যুব সংঘের সাবেক সভাপতি আরিফ আহমদ, রনি আহমদ, মুন্না আহমদ, তাহের আহমদ, এমদাদুল হক রনি, তারেক আহমদ, নাইম আহমদ, মিনহাজুল আবেদিন মাহি এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় সর্বমোট ৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। ২টি বিভাগে ৬জনকে বিজয়ী সম্মাননা ও অংশগ্রহণকৃত সবাইকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।