Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-22T06:47:36Z
গোলাপগঞ্জসিলেট

আজ সোমবার আবারও আসছেন গোলাপগঞ্জের মাটিতে - গিয়াস উদ্দিন তাহেরী

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক :
 আজ সোমবার ২ই মার্চ সিলেটের গোলাপগঞ্জ থানার ভাদেশ্বরের পূর্বভাগ ফকিরটুল আসছেন, ঢেলে দেই খ্যাত আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী। 

ভাদেশ্বর পূর্বভাগ ফকিরটুল আল-আকসা ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মহা সুন্নী সম্মেলনে তিনি প্রধান আকর্ষণ অতিথি হিসেবে ওয়াজ পেশ করবেন। 


উক্ত ওয়াজ মাহফিলে আরোও দেশ বরেন্য উলামায়ে কেরাম ওয়াজ পেশ করিবেন।

এদিকে গোলাপগঞ্জে মুফতি তাহেরীর আগমণ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু হয়েছে পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনার ঝড়।

সোশাল মিডিয়ায় এক পক্ষ গোলাপগঞ্জে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে আসতে দেবেনা বলে ফেইসবুকে পোস্ট করতেছে। অন্যদিকে অপর পক্ষ মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে যেকেনো কিছুর বিনিময়ে এই ওয়াজে নিয়ে আসবেন বলে ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তাপ বিরাজ করছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ