Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-12T16:04:26Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে আরোও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত, মোট আক্রান্ত ১৫১ জন

বিজ্ঞাপন

জিভি২৪ ডেস্ক: বিয়ানীবাজার উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভার নওয়াগ্রামের ৩জন, খাসাড়িপাড়ার ২জন, মোল্লাপুরের ২জন এবং ফতেহপুরের ১জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪জন পুরুষ ও ৪জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাড়ি সোমবার লকডাউন করা হবে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

এদিকে, নতুন একজন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন এবং মারা গেছেন ৬জন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ