Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-14T16:01:57Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সাবেক চেয়ারম্যান হত্যাচেষ্টা মামলার ২ আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

জিভি২৪ ডেস্ক: গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক হত্যাচেষ্টা মামলার এজহারভূক্ত পলাতক ২আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি দল গোলাপঞ্জের ঢাকাদক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শীলঘাট গ্রামের হেকিম আলীর ছেলে সুহেল আহমদ (৩৫), একই গ্রামের মৃত নিমার আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৫)।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি গোলাপগঞ্জ থানার তদন্তাধীন হওয়ায় আসামিদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গোলাপগঞ্জে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাটে শিশুদের লিচু খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল হক আকন্দ প্রতিপক্ষের হামলার শিকার হন।

এদিকে ২৮ জুন সকালে অসুস্থ অবস্থায় বদরুল হক আকন্দ মৃত্যুবরণ করেন।

প্রতিপক্ষের হামলার এ ঘটনায় তার মৃত্যু হয়েছে দাবি করে বদরুল হকের ছেলে জাবের আহমদ আকন্দ জানান, এঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে এবং পরে বাড়িতে চিকিৎসা প্রদান করা হয়। এর কিছুদিন পর শারিরীক অবস্থার অবনতি হলে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৮জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ