Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-09T12:42:27Z
সিলেট

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত -সেকেন্ড অফিসার ক্লোজড

বিজ্ঞাপন



কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার (এসআই) খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন। 

 সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, এসপি স্যার প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকার আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গরু চোরাচালান এবং পাথর কোয়ারি থেকে চাঁদা আদায়ের কয়েকটি অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় একটি জাতীয়  দৈনিকে তাদের বিরুদ্ধে প্রতিবেদন করে। এর পর এই আদেশ এলো। এর কয়েক মাস আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুকে প্রত্যাহার করা হয় একই রকম প্রতিবেদন প্রকাশ করার পর।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ