Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-08-05T19:03:20Z
হবিগঞ্জ

হবিগঞ্জে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যাচেষ্টা, পুলিশের হাতে আটক ছেলে

বিজ্ঞাপন

হবিগঞ্জ ডেস্ক: মাদকের টাকা দিতে অস্বীকার করায় নিজের মাকে হত্যার উদ্দেশে হামলার ঘটনা ঘটেছে হবিগঞ্জে। জেলার বানিয়াচংয়ে ছাদী মিয়া (১৯) নামে এক যুবক বুধবার (০৫ আগস্ট) তার মায়ের ওপর হামলা করলে পুলিশ তাকে আটক করে। 

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাদীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। বুধবার সন্ধ্যায় এ আদেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের গরিব হোসেন মহল্লার মো. চনু মিয়ার ছেলে ছাদী মাদকের টাকার জন্য প্রায় জ্বালাতন করত তার মা মুর্শেদা খাতুনকে। টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে সে। একই কারণে বুধবার সকালে দা হাতে নিয়ে মায়ের ওপর হামলার চেষ্টা করে ছাদী। পরে স্থানীয়রা এসে মুর্শেদাকে রক্ষা করেন। পরে বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ