Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-08-06T13:54:59Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের দুই ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশ সুপারের কাছে আবেদন

বিজ্ঞাপন
গোলাপগঞ্জের দুই ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশ সুপারের কাছে আবেদন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন দুই ব্যবসায়ী। গত ৪ আগস্ট উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী দিলিপ কুমার দেব ও পাপলু দেব মামলা থেকে অব্যাহতি পেতে এ আবেদন করেন।

আবেদনে সূত্রে জানা যায়, গত ২৭জুলাই উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে শান্ত চন্দ্র দেব’র উপর হত্যার উদ্যেশ্যে হামলা চালানো হয়েছে। কথিত এ অভিযোগ এনে তিনি মামলা করেন ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তার আপন চাচাত্ব ভাই পাপলু দেব এবং চাচা দিলিপ কুমার দেব’ এর বিরুদ্ধে। শান্ত দেব বাদী হয়ে থানায় মামলা (নং ১৮/২০) দায়ের করার পর ব্যবসায়ী দু’জন আদালত থেকে জামিন নেন। এ মামলায় অন্যান্যদেরও আসামী করা হয়। মামলা দায়েরের পর আদালত থেকে তারা জামিন পাওয়ার পর মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি পেতে সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করেন।

আবেদনে তারা আরও বলেন মামলার বাদী শান্ত দেব মামলায় অহেতুক এ দু’জন ব্যবসায়ীকে আসামী করেছেন। টনার দিন তারা এলাকায় ছিলেননা। এমনকি তারা এ বিষয়টি অবগত নয়। আবেদনে বলা হয় একজন প্রতিষ্টিত ব্যবসায়ীকে মূলত সমাজে হেয় প্রতিপন্ন ও ক্ষতিসাধন করতে মিথ্যা ঘটনা রটিয়ে থানায় দায়ের করা মামলায় তাদের আসামী করা হয়। তারা মামলা থেকে অব্যাহতি পেতে সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করেন এবং এ ঘটনার সুষ্টু তদন্ত করার আহবান জানান ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ