বিজ্ঞাপন
স্টাফ রিপোর্টার :: গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরী এলাকা থেকে ২২ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের নালিউরী গ্রামের মৃত মস্তাকিন আলীর ছেলে রুহেল আহমদ (৩২) ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলিব আলীর ছেলে আলীম উদ্দিন আলম (৩২)।
আটককৃত রুহেল আহমদ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে একটি মামলা (সিআর-৩০/১৫) এক মাসের কারাদণ্ডসহ ৪৪২৪৮ টাকা জরিমানা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।