বিজ্ঞাপন
জিভয়েস২৪ ডেস্ক: রক্তদান সচেতনতার তৈরি করতে এবার বিয়ানীবাজারে এক বিয়ে বাড়িতে আয়োজন করা হলো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরসভার কসবা চালিকোনা গ্রামে ব্যতিক্রমী এই উদ্যোগটি বাস্তাবায়ন করেছে প্রতিশ্রুতি নামের একটি সামাজিক সংগঠন।
রক্ত সংগ্রহ ও রক্তদান সচেতনতা সৃষ্টিতে কাজ করা এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক মো. সাজু মিয়ার বিয়ের ওয়ালিমায় তার নিজ বাড়িতে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে নববধূসহ বিয়ের ওয়ালিমা অনুষ্ঠানে অংশ নেয়া শতাধিক অতিথির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় অতিথিরা বিয়েবাড়িতে এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতিকে পরিবারকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।
ক্যাম্পেইনে সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিশ্রুতির সভাপতি সৈয়দ খালেদ আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য শফিউল আলম সাকের, খালেদ আহমদ, সদস্য হাইয়ুল ইসলাম, ফয়েজ আহমদ লিটন, রুহিন ফরহাদ চৌধুরী, শাহাদাত হোসেন জয়, আবু মোস্তফা, রুমেল প্রমুখ।