বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সুরমা নদীতে এলাকাবাসী
একটি লাশ ভাসতে দেখেন। পরে এলাকাবাসী লাশটিকে গোলাপগঞ্জ বাজার খেয়াঘাটে লাশকে আটকে রাখেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।