বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: দেশজুড়ে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হানের মৃত্যুর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর পৌর সদরের চৌমুহনী জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা রসিদুর রহমানের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মাওলানা তাজুদ্দিনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন।
বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা মুখতার আহমদ, মাওলানা হাফিজ নুরুদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাসিম, মুফতি মিজানুর রহমান।
উপস্তিত ছিলেন মাওলানা আমিন আহমদ, মাওলানা ফখরুল আহমদ, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা তাজ উদ্দিন, হাফিজ তৌকির আহমদ, হাফিজ আযহারুল ইসলাম রবি প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রায় শতাধিক মানুষ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক মৃত্যুর সাথে জড়িত, দেশজুড়ে ধর্ষণ-গণধর্ষণ মামলায় জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।