Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-10-12T08:48:59Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ আহত ৭

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের শিশু সহ ৭জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন উপজেলার বাদেপাশা ইউপির আব্দুল বাছিত, গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, কানিশাইল গ্রামের আব্দুর রহিম, হবিগঞ্জের দিপন আহমদ , বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের ওয়াছিমা বেগম,  সিলেটের শাহপরান (র.) থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সোমবার সকালে গোলাপগঞ্জ - ঢাকাদক্ষিণ সড়কের মোড়ে দু দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটিতে থাকা শিশু সহ ৫জন যাত্রী আহত হয়েছেন।  তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের  উদ্ধার করে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ