বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেট নগরীর আলমপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাত অনুমান ৯টার দিকে নগরীর আলমপুর মুক্তিযোদ্ধা গেইট এলাকার ফজলু মিয়ার কলোনির ভাড়া বাসার এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী আলহাজ উদ্দিন জকিগঞ্জ ৯নং মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র। সে গত বছর আলমপুরস্থ সিলেট কারিগরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা যায়।
জানা গেছে, আলহাজ উদ্দিনের সাথে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন থেকে এই তরুণীর সাথে তার বনিবনা হচ্ছিলনা। ফেইসবুক লাইভে আত্মহত্যার আগে এই তরুণীর সাথে তার একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে সে ক্যাপশনে লিখে ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সব কিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনো ভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না, ঠকে যাবে’। এর পরপরই সে ফেসবুক লাইভে এসে বাসার শয়নকক্ষে সিলিংয়ের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের চাচা আফজল হোসেন জানান, বুধবার রাতে বাসায় নিহত আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মা'কে চা বানানোর কথা বলে তার রুমে চলে যায় এবং রুমের ভেতরে সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করে এজন্য কেউ তার আত্মহত্যার সময় কিছু বুঝতে পারেননি।
তবে তিনি আলহাজ কি কারণে আত্মহত্যা করেছে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। ফেসবুক লাইভে 'তুমি সুখে থাকো' এ কথা বলে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছেন তিনি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে প্রেমজনিত কারণে যুবক আত্মহত্যা করেছে।
এদিকে এ ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খবরটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আলহাজের আত্মহত্যার লাইভ ভিডিওটি ফেইসবুক কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।